আর্জেন্টিনার গোলে উল্লাস করতে গিয়ে সমর্থকের মৃত্যু

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২২

অনলাইন ডেস্ক : যশোরের ঝিকরগাছায় ফ্রান্স-আর্জেন্টিনার ফাইনাল খেলায় আর্জেন্টিার গোল দেওয়ার পর উল্লাস করতে গিয়ে খালের মধ্যে পড়ে রাকিব হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 
রোববার রাতে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর বিজয় উল্লাসের সময় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব উপজেলার কৃষ্ণনগর গ্রামের ধোপাপাড়ার আসলাম হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শী সাজুর বরাত দিয়ে ঝিকরগাছা থানার ডিউটি অফিসার মুহিদুল ইসলাম জানান, রোববার রাত অনুমান সাড়ে ১০টার দিকে এলাকার উদ্যোগে ঝিকরগাছা পৌরসভার কাটাখাল বঙ্গবন্ধু পৌরপার্কে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখছিল। এ সময় আর্জেন্টিনার গোলে আনন্দ উল্লাস করতে গিয়ে অসাবধানতার কারণে রাকিব হোসেন কাটাখালের মধ্যে পড়ে যায়। এতে তার পেটে লোহার রড ঢুকে যায়। তাকে দ্রুত ঝিকরগাছা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার রাকিবকে মৃত ঘোষণা করেন।