রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি করার সময় নিরাপত্তা কর্মীদের হাতে একজন আটক

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১

নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি করার সময় নিরাপত্তা কর্মীরা দা সহ হাতেনাতে আটক করেছে আক্তার শেখ (৩৮) নামের পেশাধারী চোর চক্রের প্রধান হোতাকে।
এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের ফাঁড়ির আইসি নাজমুল হুদা জানান, উপজেলার কাপাসডাঙ্গা গ্রামের আবু বকারের পুত্র আক্তার শেখ কিছু সংঘবদ্ধ চোরদের নিয়ে দীর্ঘ দিন ধরে বিদ্যুৎ কেন্দ্রের মালমাল চুরি করে আসছিল। বুধবার রাত ১ টার সময় আক্তারকে ১টি ধারালো দা, ১টি হাতুড়ি, দড়ি ও ১০টি হেক্স করাতসহ তাকে আটক করে। আটক আক্তার কে ওইদিন এসআই আবুল বাশারের মাধ্যমে রামপাল থানায় প্রেরণ করা হয়।

এ ব্যাপারে জানার জন্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ পরিচালক মো. রেজাউল করিমের ব্যবহৃত ০১৬৭৮-৫৮২৮৮১ নং মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে ও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রামপাল থানার ওসি সামসুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।