বগুড়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সরিষা চাষ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২২ অনলাইন ডেস্ক : যে দিকে চোখ যায় মাঠে মাঠে হলুদের সমারোহ। বগুড়ায় গত শনিবার সারিষা বপনের কাজ শেষে হয়েছে। এ বছর জেলায় সরিষার আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। গত বছরের চেয়ে এ বছর সরিষার চাষ বেড়েছে। দেশে ভোজ্যতেলের সংকট কাটাতে সরকার সরিষা চাষে ব্যাপক কর্মসুচি গ্রহণ করেছে। সরিষা চাষে উৎসাহ যোগাতে কৃষি বিভাগ কৃষকদের ব্যাপক প্রণোদনা দিয়েছে। জেলার ৩০ হাজার বিঘাতে সমপরিমাণ কৃষকের প্রত্যেককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে। ৫ বছরের মধ্যে সরকার সরিষার আবাদ ৭০ শতাংশ বাড়াতে চায় এমনটি জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক। তিনি আরো জানান, সয়াবিনের উপর নির্ভরশীলতা কমানোর জন্য এই পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। সায়াবিন আমাদানিতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয় । জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, জেলা এ বছর ৩১ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত শনিবার বপন কাজ শেষে জেলায় সারিষা চাষ হয়েছে ৩৫ হাজার ৫৩০ হেক্টর জমিতে। সূত্রমতে, গত বছর জেলায় সারিষা চাষ হয়েছিল ২৭ হাজার ৬১৭ হেক্টর জমিতে। ৫ বছরের মধ্যে সরিষার আবাদ বাড়িয়ে তেল ফসলে স্বযংসম্পূর্ণ করতে সরকার বদ্ধপরিকর। এদিকে সারিষার ক্ষেতের পাশে মৌমাছির বাক্স বসিয়ে মধু সংগ্রহর জন্য ব্যাস্ত সময় পার করছে মৌয়ালরা। Share this:FacebookX Related posts: নওগাঁয় দিন দিন অধিক লাভজনক উন্নত জাতের সরিষা চাষ বৃদ্ধি পাচ্ছে বগুড়ায় ধান কাটার উৎসব চলছে বগুড়ায় আমনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৮৩ হাজার হেক্টর বগুড়ায় সবজির বাম্পার ফলন রাণীনগরে বাড়ির ছাদে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে ঘৃতকুমারী আত্রাইয়ে কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁচ্ছে দিল যুবলীগ ঝুঁকিতেও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন আত্রাইয়ের কৃষি কর্মকর্তারা আত্রাইয়ে চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন বগুড়ায় ভোটকেন্দ্রের বাইরে যুবককে কুপিয়ে হত্যা আত্রাইয়ে দুর্যোগ আতঙ্কে ও শ্রমিক সংকটে দিশেহারা কৃষক! বগুড়ায় ৩১ হাজার লিটার তেল উদ্ধার, জরিমানা ৫০ হাজার কৃষকের ক্ষেতের ফসল সুরক্ষায় ঐতিহ্যের স্মারক হয়ে দাঁড়িয়ে কাকতাড়–য়া SHARES Matched Content কৃষি বিষয়: বগুড়ায়বেশিলক্ষ্যমাত্রার চেয়েসরিষা চাষ