বগুড়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সরিষা চাষ

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২২

অনলাইন ডেস্ক : যে দিকে চোখ যায় মাঠে মাঠে হলুদের সমারোহ। বগুড়ায় গত শনিবার সারিষা বপনের কাজ শেষে হয়েছে। এ বছর জেলায় সরিষার আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। গত বছরের চেয়ে এ বছর সরিষার চাষ বেড়েছে। 

দেশে ভোজ্যতেলের সংকট কাটাতে সরকার সরিষা চাষে ব্যাপক কর্মসুচি গ্রহণ করেছে। সরিষা চাষে উৎসাহ যোগাতে কৃষি বিভাগ কৃষকদের ব্যাপক প্রণোদনা দিয়েছে। জেলার ৩০ হাজার বিঘাতে সমপরিমাণ কৃষকের প্রত্যেককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে।

৫ বছরের মধ্যে সরকার সরিষার আবাদ ৭০ শতাংশ বাড়াতে চায় এমনটি জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক। তিনি আরো জানান, সয়াবিনের উপর নির্ভরশীলতা কমানোর জন্য এই পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। সায়াবিন আমাদানিতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয় ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, জেলা এ বছর ৩১ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত শনিবার বপন কাজ শেষে জেলায় সারিষা চাষ হয়েছে ৩৫ হাজার ৫৩০ হেক্টর জমিতে। সূত্রমতে, গত বছর জেলায় সারিষা চাষ হয়েছিল ২৭ হাজার ৬১৭ হেক্টর জমিতে। ৫ বছরের মধ্যে সরিষার আবাদ বাড়িয়ে তেল ফসলে স্বযংসম্পূর্ণ করতে সরকার বদ্ধপরিকর।

এদিকে সারিষার ক্ষেতের পাশে মৌমাছির বাক্স বসিয়ে মধু সংগ্রহর জন্য ব্যাস্ত সময় পার করছে মৌয়ালরা।