চিতলমারীতে ৭ শতাধিক পরিবারে খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০
চিতলমারীতে ৭ শতাধিক পরিবারে খাদ্য সহায়তা প্রদান

বিভাষ দাস, চিতলমারী প্রতিনিধি ; বাগেরহাটের চিতলমারীতে করোনা পরিস্থিতিতে গৃহে থাকা ৭ শতাধিক কর্মহীন দুঃস্থ পরিবার ও ভ্যান চালকদের মধ্যে সামাজিক দূরুত্ব বজায় রেখে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পৃষ্ঠপোষকতায় ও চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার সকাল ১০ টায় সদর ইউনিয়নের বারাশিয়া এলাকায় খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন করেণ চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, উপজেলা ভাইস চেয়াম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, সাধারণ সম্পাদক এস এম এস সোয়েল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ প্রমুখ।