৮ বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ দাবি রোহিঙ্গা সন্ত্রাসীদের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২২ অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে আট বাংলাদেশিকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। মুঠোফোনে তাদের পরিবারের কাছে তিন লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বজনরা। অপহৃতরা হলেন টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ, মোস্তফা কামাল, তার ভাই করিম উল্লাহ, মো. রিদুয়ান, সলিম উল্লাহ, নুরুল হক, নুরুল আবছার ও নুর মোহাম্মদ। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ের বনিরছড়া খালে মাছ শিকার করতে যান আটজন বাংলাদেশি। সেখান থেকে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায় মুখোশদারী রোহিঙ্গা সন্ত্রাসীরা। অপহৃতদের মধ্যে মোস্তফা ও করিম নামে দুই ভাই রয়েছেন বলে দাবি করেছেন তাদের বড় ভাই হাবিব উল্লাহ। তিনি জানান, ছড়ার খালে মাছ ধরার সময় হঠাৎ করে পাহাড় থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা নেমে এসে তাদের সবাইকে জিম্মি করে। পরে তাদেরকে অপহরণ করে পাহাড়ের ভেতরের দিকে নিয়ে যায়। এরপর থেকে তাদের ফোন বন্ধ রয়েছে। পরে ভিন্ন ভিন্ন নাম্বার থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করছে। বাহারছড়ার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কাদের বলেন, অপহরণ করা আটজনকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। মাছ শিকার করতে গিয়ে তারা সন্ধ্যা পর্যন্ত ফেরত না আসায় বিষয়টি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবহিত করেছে পরিবারগুলো। এ বিষয়ে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মশিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। পরে বিস্তারিত জানানো হবে। Share this:FacebookX Related posts: টেকনাফে ২১ ইয়াবা ও হুন্ডি কারবারীর আত্মসমর্পণ করোনা সন্দেহে লাশ দাফনে এগিয়ে এলো না কেউ অসহায়দের পাশে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি হাতিয়ায় পূর্ণিমার জোয়ারে ৩ ইউনিয়নের ১০ গ্রাম প্লাবিত বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত বাবার সামনে সন্তানকে গুলি করে হত্যা নোয়াখালীতে শিশু ও নারী ধর্ষণ, দুই ধর্ষক কারাগারে গুইমারায় “দারুল কোরআন” নামে আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু চকরিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল তরুণীর কুমিল্লায় ট্রলার ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু চট্টগ্রামে একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ২৬ জন SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ৮ বাংলাদেশিকেঅপহরণ করেমুক্তিপণ দাবিরোহিঙ্গা সন্ত্রাসীদের