হালুয়াঘাটে জেলা পরিষদ সদস্য প্রার্থী আ.লীগ নেতা কাঞ্চন এর মতবিনিময় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২২ জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : আসন্ন ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের চলছে গনসংযোগ। প্রচার প্রচারনায় নির্বাচনী উত্তাপ বইতে শুরু করেছে উপজেলা জুড়ে। ভোটের হিসাব কষছেন সাধারণ ভোটারসহ প্রতিদন্ধী প্রার্থীগণ। তার ধারাবাহিকতায় গতকাল রবিবার দুপুরে উপজেলার ধারা বাজার থেকে অটোরিক্সা প্রতীকের পক্ষে বিশাল মোটর সাইকে শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনটি ধারা বাজার থেকে শুরু করে হালুয়াঘাট পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সীমান্ত ঘেঁষা ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের পাদদেশে অবস্থিত গাবরাখালী পর্যটন কেন্দ্রে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ হালুয়াঘাট উপজেলা শাখার দুই বারের (সাবেক) সভাপতি, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের (সাবেক) ভিপি, হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগ এর সদস্য সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান, হালুয়াঘাটের ঐতিহ্যবাহী শ্রীশ্রী ক্যামাক্ষা মাতা মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে হালুয়াঘাট থেকে সদস্য পদে প্রতিদন্ধীতাকারী প্রার্থী আওয়ামীলীগ নেতা কাঞ্চন কুমার সরকার। এ সময় পৌর সভার কাউন্সিলারসহ সকল ইউনিয়ন পরিষদের সদস্য/সদস্যাগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকল ভোটারদের উদ্যেশে সদস্য প্রার্থী কাঞ্চন কুমার সরকার বক্তব্যে বলেন, আমি যদি আপনাদের ভোটে বিজয়ী হতে পারি তাহলে জেলা পরিষদের সকল উন্নয়ন কর্মকান্ড আপনাদের সাথে নিয়ে করব। আপনারা আমার ডাঁকে যে ভাবে সাঁড়া দিয়েছেন আমি আপনাদের নিকট কৃতজ্ঞ। আমি আপনাদের ঋণ কোনদিন পরিশোধ করতে পারব না। আপনাদের সূখে দূঃখে সর্বদা আমি পাশে থাকব বলে অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ভোটারগণ কড়তালির মাধ্যমে তাকে স্বাগত জানান। জানা যায়, বাংলাদেশ আওয়ামীলীগ হালুয়াঘাট উপজেলা শাখার মনোনীত অটোরিক্সা প্রতীকের প্রার্থী কাঞ্চন কুমার সরকারকে নিয়ে সাধারণ ভোটারদের মাঝে বইছে আলোচনার ঝড়। প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে তার জনপ্রিয়তা ও সমর্থক গোষ্টী । পাশাপাশি নির্বাচনী প্রচারনায় রয়েছেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্ধসহ অটোরিক্সা প্রতীকের সমর্থক গোষ্টী। সৎ ও যোগ্য প্রার্থীর মাপকাঠিতে কাঞ্চন কুমার সরকার দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে ভোটারদের মনে ঠাঁই করে নিয়েছেন। প্রচার প্রচারণায় শীর্ষ স্থানে রয়েছে অটোরিক্সা প্রতীকের অবস্থান। ভোটারদের সাথে কথা বললে তারা বলেন, আমরা চাই একজন যোগ্য প্রার্থী, সৎ ও কর্মঠ এবং ভাল মানুষ যার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন সাধিত হবে। এমন প্রত্যাশায় নির্বাচনের আশায় দিন গুনছেন হালুয়াঘাটবাসী। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে উত্তরখয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ ইউপি নির্বাচনে হালুয়াঘাটে নৌকা প্রতীক পেলেন যারা হালুয়াঘাটে ইউপি নির্বাচনে ৫২৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ হালুয়াঘাটে ২য় ধাপে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা হালুয়াঘাটে আমদানী ও রফতানী কারক গ্রুপ’র নির্বার্চিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হালুয়াঘাটে যাত্রীবাহী বাস ও অটোরিক্সার মুখোমোখি সংঘর্ষে নিহত-৪,আহত-৫ হালুয়াঘাটে খাদ্য সহায়তা প্রদান করলেন বিএনপি নেতা রুবেল হালুয়াঘাটে বৃদ্ধকে হত্যার অভিযোগে ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদসহ আটক-৩ ফুলবাড়িয়ায় তৃতীয়বারের মতো মেয়র হলেন গোলাম কিবরিয়া হালুয়াঘাটে মাহেন্দ্র ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত-২ হালুয়াঘাটে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হালুয়াঘাটে সিনজেনটা এসএলসি শস্য কর্তন ও মাঠ দিবস পালিত SHARES Matched Content দেশের খবর বিষয়: জেলা পরিষদ সদস্যপ্রার্থী আ.লীগ নেতা কাঞ্চন এর মতবিনিময়হালুয়াঘাটে