হালুয়াঘাটে ইউপি নির্বাচনে ৫২৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১
হালুয়াঘাটে ইউপি নির্বাচনে ৫২৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে ৫২৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

জানা যায়, গতকাল বুধবার (২৭ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য ও সংরক্ষিত (নারী) সদস্যদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ সময় উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা তাদের প্রতীক পেয়ে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিলসহ নিজ নিজ এলাকায় ফিরে যান।

উপজেলা নির্বাচন অফিসের প্রাপ্ত তথ্যে সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে সর্বমোট একে-অপরের প্রতিদ্ধন্ধিতা করবেন ৫২ জন তার মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ১০জন,ওয়াকার্স পার্টি ১ জন, জাকের পার্টি ১ জন , ইসলামী আন্দোলন ৩ জন, আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থী ৪২ জন। সংরক্ষিত (নারী) সদস্য ১২৬ জন, সাধারণ সদস্য পদে ৩৫০ জন প্রতিদ্ধন্ধিতা করবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জন কেনেথ রিছিল এ প্রতিবেদককে জানান, আসন্ন ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ধন্ধিতা করবেন ৫২ জন । তার মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ১০ জন, ওয়াকার্স পার্টি ১ জন, জাকের পার্টি ১ জন, ইসলামী আন্দোলন ৩ জন, স্বতন্ত্র প্রার্থী ৪২ জন। সংরক্ষিত (নারী) সদস্য পদে ১২৬ জন ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৫০ জন প্রতিদ্ধন্ধিতা করবেন।