হালুয়াঘাটে আমদানী ও রফতানী কারক গ্রুপ’র নির্বার্চিত সদস্যদের শপথ অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে আমদানী ও রফতানী কারক গ্রুপ এর নির্বার্চিত ত্রি-বার্ষিক কার্য-নির্বাহী পরিষদ নির্বাচন ২০১৯ এর বিজয়ী সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান গত ১৮ ডিসেম্বর মঙ্গলবার রাত আট ঘটিকায় হোটেল ইমেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব ও বিজয়ী সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মদন মোহন সরকার।

জানা যায়, প্রতিষ্ঠানটির ত্রি-বার্ষিক কার্য-নির্বাহী পরিষদ নির্বাচন ২০১৯ এর তফসিল গত ৮ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখে আমদানী ও রফতানী কারক গ্রুপ এর প্রধান নির্বাচন কমিশনার মদন মোহন সরকার ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী গত ৩০ সেপ্টেম্বর ৬৫ জন ভোটারের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।

তারই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর সকল পদের বিপরিতে কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্ধন্ধিতায় ১৭ সদস্য বিশিষ্ট কার্য-নির্বাহী পরিষদ নির্বাচন ২০১৯ এর চুড়ান্ত ফলাফল প্রকাশ করে সকল প্রার্থীকে বিজয়ী ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার মদন মোহন সরকার। উক্ত নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন অধ্যাপক রফিকুল ইসলাম পাবলো ও অধ্যাপক অপূর্ব ¤্রং।

হালুয়াঘাট আমদানী ও রফতানী কারক গ্রুপ এর কার্য-নির্বাহী পরিষদ নির্বাচন ২০১৯ এর বিজয়ী সদস্যগণ হলেন, সভাপতি জুয়েল আরেং সংসদ সদস্য (ময়মনসিংহ-১),সহ-সভাপতি হাজী মোঃ আলী হোসেন,হাজী মোঃ আব্দুর রহিম মিয়া, মহাসচিব আলহাজ্ব আলী আজগর,যুগ্ম-মহাসচিব অধ্যাপক অশোক সরকার (অপু), স্টিফেন স্টেনশন রংদি, অর্থ সচিব মোঃ শহীদুল ইসলাম, সমাজ কল্যাণ সচিব হাজী মোঃ আজিজুল ইসলাম, তথ্য, প্রচার ও প্রকাশনা সচিব চন্দন কুমার ঘোষ, শ্রম বিষয়ক সচিব হাজী মোঃ কামরুজ্জামান দুলাল, নির্বাহী সদস্য মোঃ সামছুল আলম সামস্, রাজীব কুমার দত্ত।

সহযোগী কোঠায় সাংস্কৃতিক সচিব কাঞ্চন কুমার সরকার,ক্রীড়া সচিব নাজিম উদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য মোঃ মোর্শেদ আনোয়ার খোকন,মোঃ আলী আহসান লিটন, মোঃ নজরুল ইসলাম ভূঁঞা। আগামী তিন বছর উক্ত কমিটি প্রতিষ্ঠানটির দ্বায়িত্ব পালন করবেন।