পঞ্চগড়ের বোদায় আড়াই কেজি গাঁজাসহ মহিলা আটক

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২২

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় আড়াই কেজি গাঁজাসহ নুরনাহার (৩২) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা।

গত শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বেংহারী বনগ্রাম ইউনিয়নের বিউটিপাড়া গ্রাম থেকে আড়াই কেজী গাঁজা, মাদক বিক্রয়ের কাজে ব্যাবহৃত একটি মোটরসাইকেল, মাদক বিক্রয়লব্ধ ৬,০৫০ টাকাসহ নুরনাহারকে আটক করে। এসময় তার স্বামী মো. হারুন মিয়া (৩৫) অপর মাদক ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম (৩০) পালিয়ে যেতে সক্ষম হয়। তারা স্বামী-স্ত্রী দু’জনে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে মাদকের ব্যবসায় করে আসছিল।

এ ঘটনায় বোদা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছে।