হালুয়াঘাটে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, মে ১১, ২০২২ হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি ঃ ময়মনসিংহের হালুয়াঘাটে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগ, উপজেলা পরিষদ, আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠন, হালুয়াঘাট প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিনের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ করে ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন। মৃত্যু বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বুধবার (১১মে) সকালে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের বিড়ইডাকুনি কচুন্দরার নিজ বাড়িতে সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নিরবতা ও মহান সৃষ্টিকর্তার নিকট প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। উপজেলা আওয়ামীলীগ পুষ্পস্তবক অর্পণ এর পর উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পম শেষে হালুয়াঘাট থানা, ধোবাউড়া থানা, যুবলীগ,শ্রমীক লীগ, হালুয়াঘাট প্রেসসক্লাব সহ বিভিন্ন সংগঠন ও ধোবাউড়া থেকে আগত স্থানীয় নেতৃবৃন্দ সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের স্থানীয় সাংসদ জুয়েল আরেং, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান ডেভিট রানা চিসিম, হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা, ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মাকর্তা ফৌজিয়া নাজনীন, হালুয়াঘাট পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, সহকারি কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাঞ্চন কুমার সরকার, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, যুবলীগের আহবায়ক নাজিম উদ্দিন, যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ্ আলম, সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় বিভিন্নস্তরের নেতৃবৃন্ধ। বক্তাগণ বক্তব্যে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিনের কর্মজীবনের বিভিন্ন বিষয় তোলে ধরে স্মৃতিচারণ করেন। প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী থাকা অবস্থায় বিগত ২০১৬ সালের ১১ মে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হালুয়াঘাটে কণকণে শীত উপেক্ষা করে বোর আবাদের ধুম হালুয়াঘাটে মেডিক্যাল এ্যাসিসটেন্টকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হালুয়াঘাটে ব্যক্তি উদ্যেগে ৭০০ কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ হালুয়াঘাটে অসহায় মানুষের পাশে আহমদ ফাউন্ডেশন হালুয়াঘাটে পুকুরের পানিতে ভাঁসমান অনার্স পড়ুয়া শিক্ষার্থীর লাশ উদ্বার হালুয়াঘাটে ভাগিনার চুরি যাওয়া গরু উদ্বার করতে গিয়ে মামাসহ আহত-৩ হালুয়াঘাটে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত হালুয়াঘাটে সার্ভার জটিলতায় স্থবির জন্মনিবন্ধন কার্যক্রম হালুয়াঘাটে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই অবৈধ ভাবে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার হালুয়াঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যাবসায়িক প্রতিষ্ঠানে হামলা, থানায় অভিযোগ হালুয়াঘাটে সচেতনতামূলক মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত SHARES Matched Content দেশের খবর বিষয়: ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিতপ্রমোদ মানকিনেরপ্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রীহালুয়াঘাটে