ফুলবাড়িয়ায় তৃতীয়বারের মতো মেয়র হলেন গোলাম কিবরিয়া

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. গোলাম কিবরিয়া।
শনিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম।

নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫ হাজার ৬৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. গোলাম মোস্তফা (জগ) পেয়েছেন ৪ হাজার ৪২৮ ভোট।

৯টি ওয়ার্ডে ১০টি ভোট কেন্দ্রে নারী ও পুরুষ মিলে ২৩ হাজার ৭৪৩ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৮০১ জন, নারী ১১ হাজার ৯৪২ জন।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।