হালুয়াঘাটে যাত্রীবাহী বাস ও অটোরিক্সার মুখোমোখি সংঘর্ষে নিহত-৪,আহত-৫

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে যাত্রীবাহী বাস ও অটোরিক্সার মুখোমোখি সংঘর্ষে ২জন ঘটনাস্থলেই নিহত ও সাত জন আহত হয়েছেন। শুক্রবার অপরাহ্নে উপজেলার রঘুনাথপুর নামক স্থানে ঢাকাগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও হালুয়াঘাট বাজারের দিকে আসা অটোরিক্সার মুখোমোখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।

দূর্ঘটনায় অটোরিক্সাটি ধুমড়েমুচরে যায়। আহতদের উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নজরুল ইসলামের পুত্র সকিব ও আবুল কাসেম এর পুত্র শামীমের মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে ইমাম পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-৩৪৬৫) একটি যাত্রীবাহী বাস রঘুনাথপুর নামক স্থানে আলিসা বাজার থেকে ছেড়ে আসা একটি আটোরিক্সার সাথে মুখোমোখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। পরে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্বার করে উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন।

এ সময় কর্তব্যরত চিকিৎসক উপজেলার রহেলা গ্রামের নুর ইসলামের পুত্র আরিফুল ও বাঘমার গ্রামের নুর ইসলামের পুত্র সজীব হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নজরুল ইসলামের পুত্র সকিব ও আবুল কাসেম এর পুত্র শামীমের মৃত্যু হয়।

আহতরা হলেন, নিচিন্তপুর গ্রামের আলমগীর হোসেনের পুত্র ইমন,আব্দুল হামিদের পুত্র জাহাঙ্গীর,শহীদ এর পুত্র হৃদ্বয়,সুহাগ মিয়ার এর পুত্র মিজানূর, আলমগীর এর পুত্র লিমন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপÍ কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত আরিফুল ও সজীব নামক দুই জনের লাশ উদ্বার করেছেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। পরে সকিব ও শামীম নামক আরো দুই জনের মৃত্যর খবর পয়েছেন। এ ঘটনায় ঘাতক ইমাম পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-৩৪৬৫) গাড়ীটি আটক করেছেন বলে জানান।