ইউপি নির্বাচনে হালুয়াঘাটে নৌকা প্রতীক পেলেন যারা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২১ ইউপি নির্বাচনে হালুয়াঘাটে নৌকা প্রতীক পেলেন যারা জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : আগামী ১১ নভেম্বর ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সোমবার (১১ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। পরে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রাপ্তদের তালিকা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ। মনোনয়ন প্রাপ্তরা হলেন, হালুয়াঘাট উপজেলার ১নং ভূবনকুড়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পেয়েছেন আলহাজ্জ এম সুরুজ আলী, ২নং জুগলী ইউনিয়নে মোহাম্মদ ছামাদুল ইসলাম, ৫নং গাজিরভিটা ইউনিয়নে মো: আবদুল মান্নান, ৬নং বিলডোরা ইউনিয়নে মো: জাহাঙ্গীর হোসেন, ৭নং শাকুয়াই ইউনিয়নে মো: সাহেদ আলী, ৮নং নড়াইল ইউনিয়নে মো. সাইফুল ইসলাম, ৯নং ধারা ইউনিয়নে মো: তোফায়েল আহমেদ, ১০নং ধুরাইল ইউনিয়নে মো: ওয়ারিছ উদ্দিন (সুমন), ১১নং আমতৈল ইউনিয়নে মো. আককাছ আলী ও ১২নং স্বদেশী ইউনিয়নে মো. খোরশেদ আলী। দলীয় মনোনয়ন লাভের পর উচ্ছাস প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা ও অভিনন্দন জানান এলাকার নেতাকর্মীরা । জানা যায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে ১০টি ইউনিয়নের ৪৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেন। এদের মধ্য থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ১০ প্রার্থীকে মনোনয়ন প্রদান করেন। এর মধ্যে উপজেলার জুগলী, গাজিরভিটা ও স্বদেশী ইউনিয়নে এবার প্রার্থী পরিবর্তন করে নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। অপর দিকে ৫ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানরসহ গত নির্বাচনের পরাজিত ২ প্রার্থীকে দলীয় মনোনয়নে বহাল রাখা হয়েছে। উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তার গণবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২য় ধাপে আগামী ১১ নভেম্বর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১০টি ইউনিয়নে প্রার্থী হতে আগামী ১৮ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ও বাছাইয়ের তারিখ ২০ অক্টোবর। গণবিজ্ঞপ্তিতে ২৬ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে উত্তরখয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ হালুয়াঘাটে আমদানী ও রফতানী কারক গ্রুপ’র নির্বার্চিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হালুয়াঘাটে যাত্রীবাহী বাস ও অটোরিক্সার মুখোমোখি সংঘর্ষে নিহত-৪,আহত-৫ হালুয়াঘাটে করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের মাইকিং হালুয়াঘাটে বিদ্যুতস্পৃস্টে ৩য় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হালুয়াঘাটে ইউ.ডি.সি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদান হালুয়াঘাটে সহকারী জজের বাসায় চুরি, থানায় অভিযোগ হালুয়াঘাটে মহান বিজয় দিবস পালিত গৌরীপুর পৌরসভা নির্বাচন : আ. লীগের মনোনয়ন নিয়ে মিছিল-পাল্টা মিছিল, ওসি আহত ফুলবাড়িয়ায় তৃতীয়বারের মতো মেয়র হলেন গোলাম কিবরিয়া হালুয়াঘাটে রাস্তা সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হালুয়াঘাটে শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার সরকারি সম্পত্তি দখলের অভিযোগ SHARES Matched Content দেশের খবর বিষয়: ইউপি নির্বাচনেনৌকা প্রতিক পেলেন যারাহালুয়াঘাটে