হালুয়াঘাটে খাদ্য সহায়তা প্রদান করলেন বিএনপি নেতা রুবেল

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, মে ৫, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার পক্ষে ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কর্মহীন গৃহবন্দি হয়ে পড়া দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক,খালেদা জিয়া মুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল। তিনি ৫ মে মঙ্গলবার দুপুরে হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে কয়েক শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ব্যক্তিদের উদ্যেশ্যে আলহাজ্ব সালমান ওমর রুবেল বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখুন ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার পক্ষে ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি আজ আপনাদের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ বিতরণ করছি। আপনাদের কাছে অনুরোধ করোনাভাইরাস প্রতিরোধে আপনার পরিবারের জন্য, দেশের জন্য, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করুন, সরকারের নির্দেশ মেনে, ঘরে থাকুন ও আপনার পরিবাকে নিরাপদে রাখুন। আজ আপনাদেরকে ত্রাণ দিচ্ছি প্রয়োজনে আমরা আরো ত্রানের ব্যবস্থা করব। এই দুর্যোগ মোকাবেলায় আমি সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকব।

এ সময় উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হানিফ মোঃ শাকের উল্লাহ , সাবেক সভাপতি অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম-আহবায়ক আনম সাদেকুর রহমান নঈম, আসলাম মিঞা বাবুল, বিএনপি নেতা আনোয়ার হোসেন মেম্বার, মতিউর রহমান প্রমুখ।