গুরুদাসপুরে গৃহবধূকে হত্যা, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২২

অনলাইন ডেস্ক : নাটোরের গুরুদাসপুরে রাত্রী খাতুন (২২) নামে এক গৃহবধূকে মারপিট করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাত্রীর স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতের দিকে উপজেলার পৌরসদরের খামারনাচকৈড় মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত রাত্রী খাতুন একই এলাকার রঞ্জু প্রামাণিকের মেয়ে। এ ঘটনায় রঞ্জু প্রামাণিক বাদী হয়ে রাত্রির স্বামী নাঈম হোসেন (২৭) ও শাশুড়ি আরবি বেগম (৫০)-এর বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় মেয়েকে পুরাতন গ্যাসের চুলা কেনার কথা বলায় রাত্রীর মা ও শাশুড়ির মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরে রাত্রীকে মারপিট ও হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয় স্বামী ও শাশুড়ি। স্থানীয় একজন রাত্রীকে রাস্তায় দেখে তার স্বামীর বাড়িতে নিয়ে গিয়ে বিষয়টি মীমাংসা করে তাকে রেখে আসেন। এর পর রাত সাড়ে ১২ টার দিকে নাঈমের ছোট ভাই রাত্রীর বাবাকে জানান, তার মেয়ে মারা গেছেন। খবর পেয়ে বাসায় গিয়ে দেখেন তার মেয়ে রাত্রীর নিথর দেহ ঘরের বিছানায় শোয়ানো রয়েছে।

গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলার প্রেক্ষিতে আসামি নাঈম হোসেন ও আরবি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।