নাশকতার পরিকল্পনার সময় জামায়াতের ৪ নেতা আটক

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২১
নাশকতার পরিকল্পনার সময় জামায়াতের ৪ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটের কালাইয়ে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক করার সময় জামায়াতের চার নেতাকে আটক করেছে পুলিশ।সোমবার সন্ধ্যায় কালাই পৌর শহরের সোনালী ব্যাংক শাখার নিচতলার একটি দোকান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ (৫৮), সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া (৪৩), সদস্য নুরুজ্জামান সরকার (৫৯) ও উপজেলা জামায়াত ইসলামের আমির মুনছুর রহমান।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, কালাই পৌর শহরের সোনালী ব্যাংক শাখার নিচতলার মোজাফফর হোসেনের (জামায়াত ইসলামের সক্রিয় কর্মী) দোকানে বসে সাম্প্রদায়িক হামলার পরিকল্পনা করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-উ ধারায় মামলা দায়ের করা হয়েছে।