কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০

অনলাইন ডেস্ক : নওগাঁর রাণীনগরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধারের ঘটনায় ৩ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার সন্ধ্যায় উপজেলার বড়গাছা এলাকা থেকে মূর্তি উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ভান্ডারগ্রামের রশিদ (৩৫), রাজশাহীর সাগরপাড়া গ্রামের ওমর ফারুক (৪৭) ও একই জেলার দুর্গাপুর থানার গোপীনাথপুর গ্রামের ফারুক হোসেন (৫০)।

রাজশাহীর সিপিসি-৩ র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন কষ্টিপাথরের একটি গণেশ মূর্তি উদ্ধার করে। এ সময় ৩ জনকে আটক করা হয়।

এছাড়াও, আটককৃতদের নিকট থেকে মূর্তি পরীক্ষা করার এসিড নজলস ৬৭টি, হ্যান্ড গ্লোভস ৪০টি, ছোট আয়না একটি, মোবাইল সেট ৪টি, সীমকার্ড ৫টি, মেমোরী কার্ড একটি ও ৪ হাজার ৬৫ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন যাবৎ নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন এলাকা হতে প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ অবৈধ ভাবে সংগ্রহ করে দেশে ও বিদেশে বিভিন্ন এলাকায় পাচার করে আসছিল।

তিনি আরও জানান, পাচারকারীদের বিরুদ্ধে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিসহ অন্যান্য সামগ্রী থানায় জমা দেওয়া হয়েছে।