র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা পাবনা সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১ টি বিদেশী রিভলবার, ১ টি বিদেশী শটগান ও ১৫ রাউন্ড গুলিসহ মোঃ সিদ্দিক (৫০) ও মোঃ নূর আলী খাঁ (৪৫) নামের দুই অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শফিকুর রহমান।

আটককৃত মোঃ সিদ্দিক(৫০) হলেন পাবনার সদর উপজেলার দ্বীপচর গ্রামের মৃত রফিজ উদ্দিন প্রামানিক এর ছেলে এবং মোঃ নূর আলী খাঁ একই উপজেলার ভাড়ারা গ্রামের মৃত আলেম খাঁ এর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে (১৪জুলাই) সকালে পাবনার সদর উপজেলার ভাড়ারা গ্রামের একটি পরিত্যাক্ত বাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট হইতে ১ টি বিদেশী পিস্তল, ১ টি বিদেশী রিভলবার, ১ টি বিদেশী শর্টগান, ১৫ রাউন্ড গুলি ও ৩ টি মোবাইলসেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।