রাণীনগরে ৬ জুয়াড়ির অর্থদণ্ড

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

নিজস্ব প্রতিবেদক : নওগাঁর রাণীনগরে তাসের মাধ্যমে টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে ছয়জন জুয়াড়িকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল মামুন এ অর্থদন্ড প্রদান করেন

অর্থদন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কাশিমপুর গ্রামের কৃষ্ণ হালদারের ছেলে কেশব হালদার (২১), রামবাবু হালদারের ছেলে অসীম হালদার (২৩), গজেন হালদারের ছেলে রিপন হালদার (২১), কুজাইল বাজারের হরিলাল চৌধুরীর ছেলে চৈতন্য চৌধুরী (২৩), কুজাইল হালদারপাড়া গ্রামের পলান হালদারের ছেলে দিলীপ হালদার (২২) এবং কুজাইল বাজারের মতিলাল চৌধুরীর ছেলে রামবাবু (২৩)।

রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক জানান, শুক্রবার ভোর রাতে উপজেলার কুজাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাসের মাধ্যমে টাকা দিয়ে জুয়া খেলার সময় ছয়জনকে আটক করা হয়। পরে শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আল মামুন তাদের প্রত্যেক দুই শত টাকা করে অর্থদন্ডে দন্ডিত করেন।