বর্তমান স্বামীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী আটক

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

অনলাইন ডেস্ক : জয়পুরহাটে এক নারীর বর্তমান স্বামীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে সাবেক স্বামীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার পাইকরতলী গ্রামে এ ঘটনা ঘটে।

ছুম্মা খাতুনের বর্তমান স্বামী নিহত আশরাফুল ইসলাম রংপুরের গঙ্গাচরা উপজেলার চাওয়ানা শেরপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। ঘাতক ইসমাঈল হোসেন সদর উপজেলার ভানাইকুশলিয়া গ্রামের বাসিন্দা।

এলাকাবাসীদের বরাতে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, পাঁচবিবি উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের ছুম্মা খাতুনের সঙ্গে ইসমাঈল হোসেনের বিয়ে হলেও ১২ বছর আগে তাদের ছাড়াছাড়ি (তালাক) হয়ে যায়। পরে আশরাফুল ইসলামের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় ছুম্মা খাতুনের। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় পাইকড়তলী গ্রামে ছুম্মার বর্তমান স্বামী আশরাফুল ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যাবার সময় তার সাবেক স্বামী ইসমাঈলকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

তিনি আরও বলেন, স্থানীয়রা আশরাফুল ইসলামকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশরাফুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাতেই জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।