নাটোরের গুরুদাসপুরে ট্রাকের চাপায় মোটর সাইকেল চালক নিহত

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ট্রাকের চাপায় বড়াইগ্রাম উপজেলার কচুটিয়া গ্রামের ইউসুফ আলী নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। ১৯ মার্চ শুক্রবার সকালে উপজেলার নাজিরপুরের বাটুর মোড় এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে বড়াইগ্রামের নিজ বাড়ী থেকে মোটর সাইকেল চালিয়ে নাজিরপুর যাচ্ছিলেন ইউসুফ আলী। পথে বাটুর মোড় এলাকায় একটি লবন বোঝাই ট্রাককে ওভারটেক করার সময় মোটর সাইকেলটি ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এ সময় মোটর সাইকেলের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ইউসুফ আলী মারা যায়। এসময় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। একই সাথে চাপাইনবাবগঞ্জের কানসাট এলাকার রবিউলের ছেলে ঘাতক ট্রাক চালক নাইম আলীকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।