হালদায় ডুবে যাওয়া মাদ্রাসাছাত্রের লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২২

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের হালদা নদীতে ডুবে যাওয়া মাদ্রাসা শিক্ষার্থী মো. আনাস (১৪)-এর লাশ ৩৬ ঘণ্টা পর পানিতে ভাসতে দেখা যায়। উদ্ধার অভিযান অব্যাহত থাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা মরদেহটি উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসে।

হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, মাদ্রাসা শিক্ষার্থী আনাস হালদা নদীতে খেলতে গিয়ে পানিতে ডুবে যায়। এ ঘটনায় উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রাখে। দীর্ঘ ৩৬ ঘণ্টা পর শনিবার সকাল ৮টায় আনাসের লাশ নদীতে ভেসে উঠে। পরে লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের স্লুইসগেট এলাকায় হালদা নদীর পাড়ে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে যায় মাদ্রাসা শিক্ষার্থী মো. আনাস। সে ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড হাজী দুলামিঞা সওদাগরের বাড়ির দুবাই প্রবাসী মো. আবু তাহেরের একমাত্র ছেলে। সে হাটহাজারী পৌরসভার পূর্ব দেওয়ান নগর ১১ মাইল এলাকার শাহ অলি উল্লাহ (রহঃ) ইসলামী মাদ্রাসার অষ্টম জামাতের ছাত্র। আনাস মায়ের সাথে ১১ মাইল এলাকার উম্মে মঞ্জিলে ভাড়া বাসায় থাকত।

ঘটনার খবর পেয়ে হাটহাজারী ও নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দুটি টিম উদ্ধার অভিযান চালিয়ে আনাসকে উদ্ধার করতে ব্যর্থ হয়। দীর্ঘ ৩৬ ঘণ্টা পর তার লাশ হালদা নদীতে ভাসতে দেখা যায়। পরে লাশটি ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।