নওগাঁর ধামইরহাটে ২৬৭ বোতল ফেনসিডিলসহ তিন চোরাকারবারী আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০ নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট সীমান্ত থেকে ২৬৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মূল্য প্রায় ১ লক্ষ ৬ হাজার ৮শত টাকা। ধৃত চোরাচালানীদরে বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ১৪ বিজিবি পতœীতলা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মেজর এএএসএম রবিউল হাসান জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল ৭টায় পাগল দেওয়ান বিওপির নায়েব সুবেদার ইদ্রিস আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা রুপনায়ারণপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ১৯৯ বোতল ফেনসিডিল আটক করে। এছাড়া গতকাল শুক্রবার রাত ১টার তেরগাতি এলাকায় অভিযান চালায় পাগলদেওয়ান বিওপির সদস্যরা। অভিযানে ৪৮ বোতল ফেনসিডিলসহ ওই গ্রামের জবেদ মন্ডলের ছেলে তানজিল হোসেন (৪০) কে আটক করে। এদিকে শুক্রবার ভোর ৪টার দিকে কালুপাড়া বিওপির হাবিলদার সেলিম হোসেনের নেতৃত্বে উস্তামাবাদ গ্রামে অভিযান চালায় বিজিবি। অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ জগৎনগর গ্রামের জিয়াউর রহমানের ছেলে মিল্লাহ হোসেন (২৪) এবং জাহানপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে আব্দুল গফুর (৪০) কে আটক করে। আটককৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ১ লক্ষ ৬ হাজার ৮শত টাকা। আটক চোরাকারবারী তিন জনের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদক আইনে মামলা দায়ের পূর্বক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। Share this:FacebookX Related posts: নওগাঁর ধামইরহাটে জমি দখল কে কেন্দ্র করে সংঘর্ষ,আহত৪ নওগাঁর ধামইরহাটে সাংবাদিকদের মাঝে মাস্ক ও হ্যান্ড গ্লোবস বিতরণ নওগাঁর ধামইরহাটে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাঁচা বাজার এখন ফুটবল মাঠে নওগাঁর ধামইরহাটে মাটির দেয়াল চাপায় শিশুর মৃত্যু নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক চাঞ্চল্যকর আলমগীর হত্যার প্রধান আসামি লাবু গ্রেফতার জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক নওগাঁর মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন র্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার নওগাঁর পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় পুনঃ প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন বর্তমান স্বামীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী আটক নওগাঁর মহাদেবপুর-শিবগঞ্জ জনগুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা SHARES Matched Content অপরাধ বিষয়: ২৬৭ বোতল ফেনসিডিলসহতিন চোরাকারবারী আটকধামইরহাটেনওগাঁর