পুঠিয়ায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : পুঠিয়ায় কামরুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী কামরুল ইসলাম চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বানেশ্বর পূর্ব পাড়া থেকে তাকে আটক করা হয়।

পুঠিয়া থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে পুঠিয়া থানা পুলিশ বানেশ্বর পূর্ব পাড়ার মাদক ব্যবসায়ী মিলনের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে হাতেনাতে মাদক ব্যবসায়ী কামরুল ইসলামকে ২৬ গ্রাম হেরোইন, ১০৫ পিস ইয়াবা টেবলেট, পলেথিনে মোড়ানো ৭ গ্রাম গুড়া ইয়াবা টেবলেট ও নগদ ৪ হাজার ৭’শ ৩০ টাকাসহ আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মিলন ও তার এক সহযোগী পালিয়ে যায়।

এব্যাপারে পুঠিয়া থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, আটক মাদক ব্যবসায়ী কামরুলের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে এ কর্মকর্তা জানান।