বঙ্গবন্ধু জেলা দাবালীগে চিতলমারী চ্যাম্পিয়ন

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, মে ২৬, ২০২২

বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বঙ্গবন্ধু জেলা দাবা লীগ ২০২২ প্রতিযোগিতায় বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা চ্যাম্পিয়ান হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার বিজয়ীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার তাঁর নিজ অফিসে বিজয়ীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা থেকে অংশগ্রহণকারী টিম লিডার সঞ্জীবন মালকার, লিটন মালাকার, ওসমান, মোঃ ওয়াহীদুজ্জামান ও লিন্ট শেখ।

উল্লেখ্য, গত ২৩ ও ২৪ মে বাগেরহাট শেখ হেলাল উদ্দীন ষ্টেডিয়াম হল রুমে বঙ্গবন্ধু জেলা দাবা লীগ ২০২২ অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন, বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান। বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত দু’দিন ব্যপী এ প্রতিযোগিতায় জেলার পাঁচটি উপজেলা অংশগ্রহণ করে। বাগেরহাট সদর, চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট ও রামপালের ৩০ জন প্রতিযোগি খেলায় অংশ নেয়।

লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত খেলায় দলগতভাবে চিতলমারী সর্বোচ্চ ১১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং রামপাল সাড়ে নয় পয়েণ্ট পেয়ে রানার্স আপ হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, পিপিএম, পুলিশ সুপার, বাগেরহাট কে এম আরিফুল হক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু। খেলাটি পরিচালনা করেন জাতীয় দাবা ফেডারেশনের বিচারক কাজী তাহেরুল ইসলাম।

চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়েজুন্নেসা খেলোয়াড়দের শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে বলেন, চিতলমারীতে দাবা খেলার উন্নয়নের জন্য ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।