গৌরীপুরে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, মে ২৬, ২০২২
গৌরীপুরে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল বিষয়ক প্রশিক্ষণ

গৌরীপুর(ময়মনসিংহ)প্রতিনিধি : ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ কর্তৃক আয়োজিত অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহের গৌরীপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পাবলিক হল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

বুধবার সকাল ৯টা থেকে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক ছিলেন- ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা) এর উপাধ্যক্ষ রেজাউল করিম।

বক্তব্য রাখেন- গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. রামকৃষ্ণ সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, সালমা আক্তার রুবি, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন প্রমুখ।

একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-২ দিলুয়ারা আক্তার, প্যানেল মেয়র-৩ রোজিনা চৌধুরী মিতুসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।