চিতলমারীতে সংখ্যালঘুর জমি দখল চেষ্টার অভিযোগ

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, মে ২৬, ২০২২

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারতে এক সংখ্যালঘু পরিবারের জমি দখল চেষ্টা ও জীবন নাশের হুমকি দেয়া হয়েছে। এ নিয়ে ভুক্তভোগী স্কুল শিক্ষক বিজয় কৃষ্ণ বিশ^াস থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। গত বুধবার (২৫মে, ২০২২) উপজেলার চরবানিয়ারী দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানাযায়, ঘটনার দিন সকাল সাড়ে আটটার দিকে একই গ্রামের আব্দুল জলিল হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার বিজয় কৃষ্ণ বিশ^াসের বসত বাড়ীতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে প্রভাবশালী সোহাগ জীবন নাশের হুমকি প্রদান করে এবং বসত বাড়ী লুটসহ দখল করে নেয়ার কথা বলে। এক পর্যায়ে শিক্ষক বিজয় কৃষ্ণ বিশ^াসের স্ত্রী শিক্ষিকা ছবি বিশ^াস মোবাইলে ওই হুমকির ভিডিও ধারণ করেন। তখন প্রভাবশালী সোহাগ দ’ুজনকে খুন করার হুমকি দেয়। এর পর বিজয় বিশ^াস স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করে ওই দিন চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী শিক্ষক বিজয় কৃষ্ণ বিশ^াস বলেন, হুমকি প্রদানকারী সোহাগ প্রভাব খাটিয়ে আমার বসত ভিটা দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আদালতে আপীল থাকা সত্ত্বেও প্রতিনিয়ত সে জমি দখল করার চেষ্টা ও জীবন নাশের হুমকি দিয়ে আসছে।

এ বিষয়ে সোহাগ হাওলাদার বলেন, বিজয় কৃষ্ণ বিশ^াস আমার এয়ারকন্ডিশানযুক্ত বাড়ী দখল করে আছে। মামলায় আমি আদালতের রায় পেয়েছি। জামরুল পাড়া নিয়ে বুধবার তার সাথে কথা কাটাকাটি হয়েছে। আমি তাকে খুন করার কোন কথা বলিনি।

চিতলমারী থানার ওসি এইচএম কামরুজ্জামান খান বলেন, আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।