দুই দিনব্যাপী খুলনায় বীমামেলা শুরু হচ্ছে ২৪ জানুয়ারি

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

আতিয়ার রহমান,খুলনা : আগামী ২৪ ও ২৫ জানুয়ারি খুলনা সার্কিট হাউজ মাঠে দুই দিনব্যাপী বীমামেলা অনুষ্ঠিত হবে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ মেলার আয়োজন করবে।

বীমা করুন নিরাপদে থাকুন’ এ স্লোগান নিয়ে ২৪ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বিশেষ অতিথি থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম এবং খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার।

সভাপতিত্ব করবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী।মেলা আয়োজন উপলক্ষে আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল তিনটায় খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মেলা আয়োজক কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে খুলনার গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানিয়েছেন।