সুন্দরবনে ফারুক বাহিনীর প্রধান ‘বন্দুকযুদ্ধে’ নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০ অনলাইন ডেস্ক : বাগেরহাটে পূর্ব সুন্দরবনে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে বনদস্যু আরিফ বাহিনী প্রধান আরিফ নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে দুই র্যাব সদস্য। মঙ্গলবার সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কোদাল্লিয়া খাল এলাকায় এই বন্দুক যুদ্ধেও ঘটনা ঘটে। বন্দুক যুদ্ধেও পর ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা একটি দেশী পাইপগান, কয়েকটি রামদা ও বেশ কয়েক রাউন্ড তাঁজা গুলি উদ্ধার করেছে। খুলনা র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্ণেল রওশন ফিরোজ জানান, বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের কোদাল্লিয়া খালে সোমবার গভীর রাতে একদল বনদস্যু জেলেদের জিম্মি করে বিকাশের মাধ্যমে চাঁদা আদায় করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান শুরু করেন। অভিযানের এক পর্যায়ে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে র্যাব সদস্যরা সুন্দরবনের কোদাল্লিয়া খাল এলাকায় পৌঁছালে সেখানে পূর্ব থেকে অবস্থান নিয়ে থাকা বনদস্যুরা তাদের উপর গুলি ছুড়তে থাকেন। এ সময় আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও গুলি চালান। উভয় পক্ষের মধ্যে প্রায় আধ ঘন্টা ধরে চলা বন্দুক যুদ্ধের এক পর্যায়ে এক বনদস্যু গুলিবিদ্ধ হন। এ সময় বাকী বনদস্যুরা সুন্দবনের গহীন অরণ্যে পালিয়ে যান। গুলিবিদ্ধ ওই বনদস্যুকে মোংলা উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সেখানে উপস্থিত জেলেসহ সুন্দরবনে বনজীবীরা নিহত বনদস্যুকে আরিফ বাহিনী প্রধান আরিফ শনাক্ত করলেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি র্যাব। নিহত দস্যুর লাশ ও উদ্ধার হওয়া অস্ত্র-গুলি মোংলা থানায় হস্তান্তর করেছে র্যাব। Share this:FacebookX Related posts: কোম্পানীগঞ্জে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত বোয়ালমারীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত মাগুরায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত সর্দার নিহত সুন্দরবনে দুটি অজগর অবমুক্ত সুন্দরবনে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান সুন্দরবনে বাঘের আক্রমণে দুই জেলে নিহত শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৯ টি ম্যান্ডাফ হাঁস উদ্ধার মেহেরপুরে গাংনী পৌরসভার বাজেট ঘোষনা দীর্ঘ চার বছরেও নির্মাণ হয়নি জনগুরুত্বপূর্ণ ব্রীজের এ্যাপোচ সুন্দরবন থেকে ১৫ কেজি হরিণের মাংস, ৪টি পা ও মাথা উদ্ধার ঝিনাইদহে চোরাই মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ সদস্য আটক SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: নিহতফারুক বাহিনীর প্রধানবন্দুকযুদ্ধেসুন্দরবনে