কুষ্টিয়ায় সড়কে ঝড়ল শ্রমিকের প্রাণ

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাক চাপায় হানিফ(৩৬) নামে চালকল মিলের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার আল্লারদর্গা-সোনাইকুন্ডি সড়কের হিসনা নদীর ব্রীজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ উপজেলার মসলমপুর লক্ষীখোলা গ্রামের বজলুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান,হানিফ বাইসাকেল যোগে আল্লারদর্গা বায়জীদ এগ্রোফুড চালকল মিলে কাজে যাচ্ছিলেন। এসময় আল্লারদর্গা-সোনাইকুন্ডি সড়কের হিসনা নদীর ব্রীজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বালি ভর্তি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক হলেও চালককে আটক করতে পারেনি পুলিশ। দৌলতপুর থানার (ওসি) জহুরুল ইসলাম এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।