চিতলমারীতে দুঃস্থদের মাঝে খাদ্য উপকরণ বিতরণ

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে ৬ নং চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৬৮ দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য উপকরণ, মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তন থেকে চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চণা দেবী বড়াল এর ব্যক্তিগত তহবিল থেকে তেল, ডাল, লবন, আলু, মাস্ক, সাবান ও ভিজিডি’র মাধ্যমে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মামুন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, সদর ইউপি চেয়াম্যান শেখ নিজাম উদ্দীনসহ চরবানিয়ারী ইউনিয়নের সকল ইউপি সদস্য।