হাসপাতালের তৈরীকৃত হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরন

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : সারাবিশ্বের মতো বাংলাদেশেও নভেল করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এর ফলে হ্যান্ড স্যানিটাইজার ও বিভিন্ন পণ্যের চাহিদা এবং দাম কয়েকগুণ বেড়েছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ শাহরিয়ার ফেরদৌস হিমেল এর উদ্যোগে তৈরিকৃত হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করেছে দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী।

এবিষয়ে ডা. শাহরিয়ার ফেরদৌস হিমেল বলেন, করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৈরীকৃত হ্যান্ড স্যানিটাইজারগুলো জরুরী বিভাগে বিনামূল্যে বিতরণ করা হবে। এছাড়াও এলাকাবাসীর প্রয়োজনে হাসপাতাল থেকে সংগ্রহ করতে পারবেন।

স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বলেন, বাজারে হ্যান্ড স্যানিটাইজারের চড়ামূল্য থাকায় আমরা এ কাজের উদ্যোগ নিয়েছি এবং গরীব দুঃখীদের মাঝে বিনামূল্যে বিতরণ করছি।

তিনি আরোও বলেন, আমরা প্রাথমিকভাবে ৩০০টি হ্যান্ড স্যনিটাইজার তৈরি করেছি, আরও পরিকল্পনা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (ভারপ্রাপ্ত) ডা. মুহতারিমা নূর-ই-হাসীন সিফাত, মেডিকেল অফিসার ডা. আবুল কাসেম, ডা. আব্দুল্লাহ আল মাহমুদ শোভন, ডা. সাব্বির ইবনে মঞ্জুর, ডা. জুলেখা হাসানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফগণ প্রমুখ।