চিতলমারীতে ১০০ কর্মহীন পরিবারে খাদ্যসহায়তা প্রদান

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি ; সাম্প্রতিক করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারনে সৃষ্ট দুরবস্থায় বাগেরহাটের চিতলমারীতে ১০০ জন দরিদ্র কর্মহীন গৃহবন্দীকে নিজ অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান করেছেন উপজেলার বোয়ালিয়া গ্রামের কৃতি সন্তান, মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা এবং বোয়ালিয়া শ্রীশ্রী কাশীকৃষ্ণ সেবা সংঘের সভাপতি ডা. বিপ্লব কান্তি বিশ^াস (জয়)।

রবিবার সকাল ১১টায় শ্রীশ্রী কাশীকৃষ্ণ সেবাসংঘ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রদানকৃত প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন ও একটি সাবান দেয়া হয়।
খাদ্যসহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ডা. বিপ্লব কান্তি বিশ^াস জয়, প্রভাষক কৌশিক ব্রত বিশ^াস, প্রধান শিক্ষক কিশোর কুমার বালা, প্রভাষক বিদ্যুৎ কুমার বিশ^াস, সেবা সংঘের সাধারণ সম্পাদক নির্মল বিশ^াস, সমাজ সেবক নির্মল চন্দ্র বিশ^াস, ইউপি সদস্য জগদীশ চন্দ্র বোস প্রমূখ।

ডা. বিপ্লব কান্তি বিশ^াস জয় বলেন, বর্তমান সময়ে সবাই কর্মহীন অবস্থায় গৃহবন্দী রয়েছে। অনেকের আয়ের উৎস্য বন্ধ থাকায় সংসারের ব্যয়ভার বহণ করতে পারছেন না। অনেকে মানবেতর জীবনযাপন করছেন। মানবিক কারনে আমি নিজ অর্থায়নে বোয়ালিয়া পূর্বপাড়া, বোয়ালিয়া পশ্চিমপাড়া, খলিশাখালী, শান্তিপুর ও পরানপুর গ্রামের বিভিন্ন স্তরের অভাবীদের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছি। আজ ১শ পরিবারে এই সহায়তা প্রদান করা হচ্ছে। প্রয়োজনে বিভিন্ন ধাপে এ খাদ্যসহায়তা প্রদান অব্যাহত থাকবে।