হালুয়াঘাটে নানা বাড়ি বেড়াতে এসে ডুবায় পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, মে ২৬, ২০২২

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : নানার বাড়িতে বেড়াতে এসে ডুবায় পড়ে সাড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাড়ইগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তহেরা জান্নাত বুশা। সে প¦ার্শবর্তী ফুলপুর উপজেলার দনারভিটা গ্রামের আবু হানিফের কন্যা।

নিহত শিশুর মা নাসরিন বেগম জানায়, শিশু বুশাকে নিয়ে ৪দিন আগে বাবার বাড়ি বেড়াতে আসি। আজ দুপুর ১টার দিকে সে স্থানীয় শিশুদের নিয়ে খেলা করছিলো। প্রায় আধঘন্টা ধরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করি। একপর্যায়ে বাড়ির সাথে একটি ডুবায় তাকে বাসতে দেখি চিৎকার দিলে আসেপাশের মানুষ ছুটে আসে।

স্থানীয়রা ঐ শিশুকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।