চুরি হওয়া সদ্য ভূমিষ্ট নবজাতক উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১ নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের কালীগঞ্জে চুরি হয়ে যাওয়া সদ্য ভূমিষ্ট নবজাতক কন্যা শিশুকে ১৫ ঘন্টা পর উদ্ধার করেছে র্যাব। ঘটনার সঙ্গে জড়িত থাকায় প্রিয়া খাতুন ওরফে মিনারাকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে নিশ্চিন্তপুর দাসপাড়ায় প্রিয়া খাতুন-জাহাঙ্গীর দম্পতির বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। আটক প্রিয়া খাতুন ও জাহাঙ্গীর ওই এলাকায় রফিকুল ইসলামের ভাড়া বাড়িতে থাকত। প্রিয়ার দাবি, বাড়ির পাশে শিশুটিকে পেয়েছেন তিনি। র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন জানান, ঘটনাটি জানার পর থেকেই চুরি হওয়া কন্যা শিশুটিকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায় র্যাবের একাধিক টিম। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার নিশ্চিন্তপুর দাসপাড়ায় শিশুটি রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে প্রিয়া খাতুন-জাহাঙ্গীর দম্পতির বাড়ি থেকে নবজাতককে উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত প্রিয়া খাতুনকে আটক করা হয়। তবে স্বামী জাহাঙ্গীর পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। চুরি হয়ে যাওয়া শিশুর বাবা ইজিবাইক চালক মনিরুল ইসলাম জানান, সোমবার সকালে আমার স্ত্রী সাবানা বেগমকে কালীগঞ্জ শহরের সেবা ক্লিনিকে ভর্তি করি। দুপুর আড়াইটার দিকে সিজারের মাধ্যমে কন্যা সন্ত্যান ভূমিষ্ট হয়। এরপর ক্লিনিকের ২০৩ নং কেবিনে রাখা হয়। কন্যা ও তার মা সুস্থ ছিল। বিকালে এক অপরিচিত মহিলা এসে আমার বাচ্চাকে কোলে নিয়ে আদর করে এবং বিভিন্ন ধরনের গল্প করতে থাকে। এরপর মহিলাটি ক্লিনিকের রিসিভশনে বসে ছিল। তবে মহিলাটা কোন রোগীর আত্মীয় হবে ভেবে কেউ তাকে সন্দেহ করেনি। সন্ধ্যায় স্বজনরা যখন ইফতার নিয়ে ব্যস্ত ছিল, তখন কোন এক সময় শিশুটিকে নিয়ে চলে যায় ওই নারী। তবে সস্তান ফিরে পাওয়ার পর আমি ও আমার পবিারের সবাই খুশি। র্যাবকে অসংখ্য ধন্যবাদ। Share this:FacebookX Related posts: শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৯ টি ম্যান্ডাফ হাঁস উদ্ধার খুলনায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত কর্তৃপক্ষের গাফেলতিতে পরীক্ষা দিতে পারলেন না ৫ শিক্ষার্থী যশোরের বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ আটক-১ বাগেরহাটে করোনা প্রতিরোধে অভিযান চলাচ্ছে সেনাবাহিনী মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৎস্য আহরণ শরণখোলায় জাল ও মাছসহ ট্রলার আটক খুলনায় যত্রতত্র পার্কিংয়ে দুর্ভোগ : বেহাল কেডিএ’র সোনাডাঙ্গা বাস টার্মিনাল সাতক্ষীরার সীমান্তে ১০ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক মাগুরায় পুরুষ ধরা ফাঁদের সন্ধান : তিন নারীসহ ৯ জন আটক শার্শা উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ বাগেরহাটে বির্তক প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: চুরি হওয়ানবজাতক উদ্ধারসদ্য ভূমিষ্ট