জুয়া খেলা অবস্থায় আটক ৬

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সাটুরিয়ায় ছয় জুয়ারিকে আটক করা হয়েছে।মঙ্গলবার বিকেলে র‍্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং এ তথ্য জানান।

আটককৃতরা হলেন মো. আক্তার হোসেন (৩৮), মো. রিপন মিয়া (৩০), মো. ফরিদ (২৬), মো. মিপন (২২), মো. সম্রাট মিয়া (৩০) ও মো. রেজাউল করিম (৩৫)।

উনু মং জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর পৌণে ৩টার দিকে উপজেলার আকাশী পাড়ায় অভিযান চালায় র‍্যাব-৪ এর একটি টিম। এ সময় জুয়া খেলা অবস্থায় ছয় জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৮ হাজার ৫৬০ টাকা ও দুই সেট তাস জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃতরা পেশাদার জুয়ারি। তারা দীর্ঘদিন ধরে একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। আটকদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।