হেফাজতের পক্ষে লেখালেখি, ছাত্রলীগের ৩ নেতা বহিস্কার

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজতের পক্ষ নিয়ে লেখালেখির অভিযোগে গোপালগঞ্জ ছাত্রলীগের তিন নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন কালু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিস্কৃতরা হলেন, সদর উপজেলার উলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ ও ফয়সাল সরদার এবং ক্রীড়া সম্পাদক শেখ রোমান আহম্মেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই তিন নেতাকে দল থেকে স্থায়ী ভাবে বহিস্কার করা হয়েছে।

সদর উপজেলা শাখার সভাপতি মো. শরীফুল ইসলাম সিকদার জানান, বহিস্কারকৃতরা হেফাজতের পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করায় তাদেরকে দল থেকে বহিস্কার করা হয়েছে।