মাগুরায় পুরুষ ধরা ফাঁদের সন্ধান : তিন নারীসহ ৯ জন আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০ অনলাইন ডেস্ক : সাতক্ষীরা শহর উপকণ্ঠের মাগুরা গ্রামে পিতা পুত্রের পাতানো পুরুষ ধরা ফাঁদ থেকে ৩নারী ৪ প্রতারক ও প্রতারণার স্বীকার আরও ২ জনসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় উদ্ধার করা হয় নগদ ১৮ হাজার ১০০ টাকা। ধৃতদের বিরুদ্ধে উক্ত তিন নারীকে দিয়ে বিভিন্ন জায়গা থেকে প্রেমের অভিনয় করে পুরুষদের ডেকে এনে বিশেষ মুহুর্তের ছবি তুলে এবং গোপনে ভিডিও ধারণ শেষে জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করে আসছিল চক্রটি। তবে পূর্ব থেকে পুলিশের কাছে এমন খবর থাকায় এধরণের একাধিক চক্রকে গ্রেপ্তারের চেষ্টা অব্যহত ছিল। শুক্রবার বেলা ১২টায় সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহ উদ্দীন এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান। এসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহ উদ্দীন জানান, সংঘবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন ধরে উক্ত তিন নারীকে দিয়ে মোবাইলের মাধ্যমে বিভিন্ন পুরুষকে প্রেমের ছলনায় মোটা টাকার মালিকদের ডেকে এনে মেলা মেশার নামে বিশেষ মুহুর্তের ছবি তুলে অথবা ভিডিও ধারণ করে জিম্মি করে ফেলে তাদের। এরপর সুবিধামত দেনদরবার করে মোটা অংকের টাকা দাবি করা করতো। টাকা না দিলে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ারও ভয় দেখানো হত। অবশেষে সম্মান বাঁচাতে তারা মোটা অংকের অর্থ দিয়ে নিজেদের রক্ষা করছিল। মাগুরার ঘটনা ঠিক এমনটিই ছিল বলে জানিয়েছে পুলিশ। অবশেষে জিম্মিরতদের নিকট থেকে লাখ টাকা দাবী করা হয়। দাবীকৃত টাকার ৪০ হাজার টাকা দিয়ে তারা রক্ষা পাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়েছে রাষ্ট্রীয় মেহমান খানার অতিথি হিসেবে। বৃহস্পতিবার রাতের ঘটনায় জিম্মিরত দুই ব্যক্তি প্রতারকদের বিকাশে টাকা দিয়ে পার পাওয়ার চেষ্টা করে। এভাবেই বহু মানুষের নিকট থেকে হাতিয়ে নেয়া হয়েছে মোটা অংকের অর্থ। শুধু বিকাশ নয় রকেটসহ অন্যান্য আর্থিক লেনদেন প্রতিষ্ঠানের মাধ্যমেও অর্থ সংগ্রহ করা হত। এদিকে আটককৃতদের মধ্যে আছেন, সাতক্ষীরা পৌরসভার পলাশপোল গ্রামের আব্দুল হান্নান মোল্যার পুত্র রাজু মোল্যা, মাগুরা গ্রামের সাইফুল ইসলামের পুত্র দেলোয়ার হোসেন একই এলাকার মৃত ছাকার আলী কচির ছেলে সাইফুল ইসলাম, আফসার সরদারের পুত্র আবু বক্কর সিদ্দিক শুভ, গবরদাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম, বরিশাল কোতয়ালী কালিবাড়ী গ্রামের নিখিল নন্দিরপত্র ব্র্যাক অফিসার মিঠুন নন্দি, সাতক্ষীরা সদরের বেতলা গ্রামের জনি সরদারের স্ত্রী রুমা খাতুন ওরফে ইতি, আশাশুনি উপজেলার কুন্দুড়িয়া গ্রামের মৃত ইসমাইল গাজীর স্ত্রী খালেদা আক্তার মিতা ও মাগুরার দেলোয়ার হোসেন সোহানের স্ত্রী সাদিয়া সুলতানা। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় আটককৃতদের বিরুদ্ধে মানব পাচার ও প্রতিরোধ দমন আইনে মামলা দায়েরের পর দুপুরে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: মাগুরায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত সর্দার নিহত গৌরীপুরে বিতর্কিত শিক্ষক ও তার ২ সহযোগী ইয়াবাসহ গ্রেফতার যশোরের বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ আটক-১ বেনাপোলে ৩০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক নড়াইলে আটক ৫ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে সাজা মেয়েকে বেঁধে রেখে মাকে গণধর্ষণ, প্রধান আসামি আটক কলেজছাত্রীর গায়ে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা বেনাপোল সীমান্তে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ আটক ৩ সাতক্ষীরার সীমান্তে ১০ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক রাজধানীতে চার শিশুকে যৌন নির্যাতন, গ্রেফতার ১ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক দুই ভারতীয়সহ আটক ১৪ SHARES Matched Content অপরাধ বিষয়: তিন নারীসহ ৯ জন আটকপুরুষ ধরা ফাঁদের সন্ধানমাগুরায়