কোটচাঁদপুরের ব্রক্ষপুরে কমিউনিটি ক্লীনিকের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১ কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লীনিক বাচায় প্রাণ এ শ্লোগানে পালিত হল কমিউনিটি ক্লীনিকের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী। সোমবার ঝিনাইদহের কোটচাঁদপুরের ব্রক্ষপুর সিসিতে পালিত হয় দিনটি। মানুষের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেবার জন্য প্রতিষ্ঠিত হয় কমিউনিটি ক্লীনিক। হাটি হাটি পা পা করে প্রতিষ্ঠানটি পার করেছেন ২০ বছর। পা রাখলেন ২১ তম বছরে। দিনটি পালনে ব্রক্ষপুর কমিউনিটি ক্লীনিকের সিএইচসিপি সানজিদা খাতুন আয়োজন করেন র্যালী,আলোচনা সভা,গর্ভবতী ও শিশুদের বিশেষ স্বাস্থ্য সেবার ব্যবস্থা। এ সময় উপস্থিত ছিলেন ওই ক্লীনিকের এমএইচভি ও সিজি গ্রুপের সদস্যরা। সিএইচসিপি সানজিদা খাতুন বলেন,কমিউনিটি ক্লীনিকের প্রতিষ্ঠার সঠিক সাল আমার জানা নাই। কেই বলে ২০০০ সালে,কেউ বলে ২০১১ সালে। তবে এ বছর পালিত হল কমিউনিটি ক্লীনিকের ২১ তম প্রতিষ্ঠা বাষির্কী। কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের হেল্থ ইন্সেপেক্টর আজিজুল হক। জানতে চাওয়া হয় কমিউিনিটি ক্লীনিকের প্রতিষ্ঠার সাল । তিনি বলেন এটা আমার জানা নাই। এটার প্রকৃত সাল জানতে সিসিতে যেতে হবে। ওরা ভাল জানেন। এরপর তিনি ফোন করেন সিসিতে। এর কিছুক্ষণ পর বলেন, আজ কমিনিটি ক্লীনিকের ২১ তম প্রতিষ্ঠা বাষিকী। সাল লিখতে হবে না। কারন এটা একেক সময় একেকটা প্রতিষ্ঠিত হয়। তবে ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী এটা সবার জন্য। তিনি আরো বলেন, কোটচাঁদপুর উপজেলায় ১১ টি কমিউনিটি ক্লীনিক চালু রয়েছে। নতুন ৫ টি বুঝে নেয়া হয়েছে। তবে কার্যক্রম শুরু হয়নি। এছাড়া নির্মান হবে আরো ২টি ক্লীনিক। তিনি বলেন, এ ৫ টা ক্লীনিক চালু হলে এলাকার মানুষ আরো বেশি সেবা পাবেন। Share this:FacebookX Related posts: শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৯ টি ম্যান্ডাফ হাঁস উদ্ধার খুলনায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত কর্তৃপক্ষের গাফেলতিতে পরীক্ষা দিতে পারলেন না ৫ শিক্ষার্থী যশোরের বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ আটক-১ বাগেরহাটে করোনা প্রতিরোধে অভিযান চলাচ্ছে সেনাবাহিনী মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৎস্য আহরণ শরণখোলায় জাল ও মাছসহ ট্রলার আটক খুলনায় যত্রতত্র পার্কিংয়ে দুর্ভোগ : বেহাল কেডিএ’র সোনাডাঙ্গা বাস টার্মিনাল সাতক্ষীরার সীমান্তে ১০ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক মাগুরায় পুরুষ ধরা ফাঁদের সন্ধান : তিন নারীসহ ৯ জন আটক শার্শা উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ বাগেরহাটে বির্তক প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতকমিউনিটি ক্লীনিকেরকোটচাঁদপুরেরব্রক্ষপুরে