কর্মহীন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন কোটচাঁদপুর পৌর মেয়র

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : মহামারী করোনায় কর্মহীন মানুষের হাতে খাদ্য তুলে দিলেন ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহিদুজ্জামান সেলিম। সোমবার কোটচাঁদপুর পৌরসভার কার্যালয় থেকে এ ত্রাণ তুলে দেয়া হয়।
গেল বছর করোনার মহামারির প্রাদুভাব বৃদ্ধি পেলে সরকার দেশ ব্যাপী লকডাউন দেন। এতে করে মানুষ কর্মহীন অসহায় হয়ে পড়েন। এ সময় নিজ উদ্যেগে ত্রাণ নিয়ে মানুষের পাশে দাড়ায় এ নেতা।

সম্প্রতি কোটচাঁদপুর পৌরসভা নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে তিনি বিদ্রোহী প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। এ বছর আবারও করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার লকডাউন ঘোষনা করেন। বর্তমানে দেশে তৃতীয় ধাপের লকডাউন চলছে। এতে করে হতদরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের পাশে থাকতে ও মুখে খাবার তুলে দেবার জন্য, তিনি উদ্যেগ নিয়েছেন। কয়েক দিনে তিনি পৌরসভার কার্যালয় থেকে ৬’শ পরিবারকে এ ত্রাণ দিয়েছেন।

কথা হয় মেয়র সহিদুজ্জামান সেলিমের সঙ্গে, তিনি বলেন গেল বছর নিজ উদ্যেগে মানুষকে ত্রাণ দিয়ে ছিলাম। এ বছর পৌর সভার পক্ষ থেকে এ ত্রাণ দেয়া হল। কয়েক দিনে ৬’শ পরিবারকে এ ত্রাণ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র সোহেল আরমান, কাউন্সিলর জাহিদ হোসেন, আবু হানিফ, মহিলা কাউন্সিলর শারমিন আক্তার সাথী।