ফরিদপুরে দুই মাথাওয়ালা অদ্ভুত শিশুর জন্ম, ৩ ঘণ্টা পর মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১ এহসান রানা, ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে দুই মাথাওয়ালা এক অদ্ভুত শিশু জন্মের ৩ ঘণ্টা পর মারা গেছে। সোমবার (২৬ এপ্রিল) সকালে বোয়ালমারী পৌর এলাকায় অবস্থিত একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে ওই শিশুটির জন্ম হয়। জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বারাংকুলা গ্রামের মো. সুমন মোল্যার স্ত্রী মোসান্মাৎ সাথী (১৯) অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের জন্য বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন দি ইস্টার্ন সার্জিক্যাল ক্লিনিকে সোমবার সকাল সাড়ে ৬টায় ভর্তি হন। এরপর সকাল সাড়ে ৭টায় গোপালগঞ্জ জেলাধীন কাশিয়ানি ১০০শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডা. তাপস কুমার বিশ্বাস ওই ক্লিনিকে ভর্তিকৃত মহিলার অস্ত্রোপচার করলে দুই মাথাওয়ালা এক অদ্ভুত শিশু জন্মগ্রহণ করে। শিশুটির অবস্থা সংকটজনক হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বেলা ১১ টার দিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির বাবা মো. সুমন মোল্যা বলেন, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ১১টার দিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ওই চিকিৎসক ডা. তাপস কুমার বিশ্বাস বলেন, আলট্রাসনোগ্রাম রিপোর্টে উল্লেখ ছিল জমজ সন্তানের কথা। কিন্তু অপারেশনের পর দেখতে পাই কনজয়েন বেবি (সংযুক্ত)। মা সুস্থ থাকলেও শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় শিশুটিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। Share this:FacebookX Related posts: ফরিদপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ফরিদপুরে ই ফাইলিং ট্রাফিক ব্যবস্থা চালু ফরিদপুরে অগ্নিকান্ডে তিন পাটের গুদাম পুড়ে ছাই ফরিদপুরে মানবতার সেবায় মাহাবুবুল হাসান পিংকু ফরিদপুরে বীজআলু উৎপাদন মান নিয়ন্ত্রণ ও বালাই ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্ধোধন ফরিদপুরে বিএনপি নেত্রীর গাড়ি বহরে হামলার অভিযোগ ফরিদপুরে বিএনপিনেত্রীর সংবাদ সম্মেলন ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ফরিদপুরে গ্রামপুলিশ সদস্যদের সাইকেল বিতরণ ফরিদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কর্মসূচি শুরু ফরিদপুরে কৃষকের ধান কেটে দিল শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নেতাকর্মীরা ফরিদপুরে সড়ক প্রশস্তকরণের কাজে অনিয়মের অভিযোগ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ৩ ঘণ্টা পর মৃত্যুঅদ্ভুত শিশুর জন্মদুই মাথাওয়ালাফরিদপুরে