ময়মনসিংহে টিসিবি’র ৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার আটক-২

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া ভাঙ্গাপুল এলাকায় র‌্যাবের অভিযানে টিসিবির ৪২ লিটার সয়াবিন তেল উদ্ধারসহ ০২ জন অবৈধ মজুদদারকে আটক করেছেন র‌্যাব-১৪, ময়মনসিংহ।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, গত ২১ এপ্রিল ২০২০খ্রিঃ ১৬.৪৫ ঘটিকার র‌্যাব-১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি মোঃ হাফিজুল ইসলাম বাবু এবং এএসপি সমীর সরকার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া ভাঙ্গাপুল এলাকায় মেসার্স রহমত এন্টারপ্রাইজ ও ভাই ভাই রেশন স্টোরে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত টিসিবির ৪২ লিটার সয়াবিন তেল ও ৬৭ টি খালি তেলের বোতলসহ অবৈধ মজুদদার ১। মোঃ ফজলুল হক (৪৯), পিতা-মৃত ইউনুছ আলী, সাং-বাসা নং-৮৭/২ম খাগডহর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং ২। মোঃ হেলাল উদ্দিন (৪২), পিতা-মৃত আঃ ছালাম, সাং-আকুয়া চুকাইতলা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।

dainik somoy sangbad
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা টিসিবির পণ্য বেশী মুনাফা লাভের প্রত্যাশায় তাদের দোকানে খুচরা বিক্রয় করে থাকেন।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) মামলা রুজু করা হয়েছে ।