তারাকান্দায় ৭ বৎসরের শিশু সানজিদা আক্তার হত্যা মামলার মূল আসামী গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১ তারাকান্দায় ৭ বৎসরের শিশু সানজিদা আক্তার হত্যা মামলার মূল আসামী গ্রেফতার স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার রামচন্দ্রপুর এলাকায় ০৭ (সাত) বৎসরের শিশু সানজিদা আক্তার হত্যা মামলার মূল আসামী শাকিনুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব-১৪। ময়মনসিংহ র্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, গত ১৫ জানুয়ারি ২০২১ খ্রিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় আকন্দবাড়ীর পেছনের জঙ্গলে অপহরণকারীরা মুক্তিপনের টাকা না পেয়ে শাহজাহান আকন্দের মেয়ে সানজিদা আক্তার (০৭) কে হত্যা করে লাশ ফেলে রাখে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, ময়মনসিংহ ঘটনাস্থলে উপস্থিত হয়েহত্যার বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন, পারিপার্শ্বিকতার বিচার ও নিহতের বিভিন্ন বিষয় পর্যালোচনা ও বিশ্লেষণ করে নিবিড় তদন্তপূর্বক র্যাব-১৪ ঘটনার রহস্য উন্মোচন করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার হত্যা মামলায়জড়িত সন্দেহে ১। শাকিনুল ইসলাম (১৯), পিতা-নজরুল ইসলাম আকন্দ (টুটু পাগলা), সাং- রামচন্দ্রপুর, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী থানাধীন রেলওয়ে ষ্টেশন থেকে বিশেষ অভিযানের মাধ্যমে গত০৩/০২/২০২১ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০৮.২০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে,সুপারী কুড়ানোর নাম করে ভিকটিম সানজিদা আক্তারকে তার বাড়ীর পাশের জঙ্গলে নিয়েসে এবং ইয়াছিন মিলে শ্বাসরোধ করে হত্যা করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। Share this:FacebookX Related posts: তারাকান্দায় চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ,ধর্ষক আটক তারাকান্দায় দস্যুতা সংঘটনকারী দলের ২ সক্রিয় সদস্য গ্রেফতার ময়মনসিংহে হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামী আটক তারাকান্দায় ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক তারাকান্দায় ৩ বৎসরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী আটক তারাকান্দার রামচন্দ্রপুরে শিশু সানজিদা আক্তার হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা শুভ্র হত্যা মামলার আসামী কার্জন গ্রেফতার শেরপুরে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী সাইবার ক্রাইম দলের সদস্য গ্রেফতার মুক্তাগাছায় ১৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার: দুই মাদক ব্যবসায়ী আটক র্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধার,আটক-১ গৌরীপুরে ২০ কেজি গাঁজা উদ্ধার, ২ মাদক ব্যবসায়ী আটক ঈশ্বরগঞ্জের চাঞ্চল্যকর পারভেজ হত্যার ক্লুলেস মামলার রহস্য উন্মোচন ৫ আসামী গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: ৭ বৎসরের শিশুতারাকান্দাযমূল আসামী গ্রেফতারসানজিদা আক্তারহত্যা মামলার