ময়মনসিংহে তিন ভেজাল ওষুধ ব্যবসায়ীর কারাদন্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মে ৯, ২০২০ স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে তিন জন ভেজাল ওষুধ ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন র্যাব-১৪ এর ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহ র্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিনিঃ এএসপি মোঃ হাফিজুল ইসলাম বাবু, এএসপি মোঃ তফিকুল আলম এবং এএসপি জোনাঈদ আফ্রাদ এর নেতৃত্বে চরপাড়া এলাকায় অভিযান চলিয়ে স্পর্শ মেডিক্যাল হল থেকে স্কয়ার, ইনসেপ্টা, অপসোনিন সহ বিভিন্ন খ্যাতনামা কোম্পানির ভূয়া নাম ব্যবহার করে তৈরি বিপুল পরিমান ভেজাল এন্টিবায়োটিক সহ বিভিন্ন ঔষধ জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম এর নিকট উপস্থাপন করলে তিনি স্পর্শ মেডিক্যাল হলের মালিক আনিসুজ্জামান মিলন (৫৪) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০০০ ( পঞ্চশ হাজার) টাকা অর্থদন্ড করেন এবং কৃষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে আকতারুজ্জামান এর বাসা থেকে ২ কার্টুন ভেজাল ঔষধ সহ ডিলার আকতারুজ্জামান (৬০) ও আবু কালামকে গ্রেফতার পূর্বক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম এর নিকট উপস্থাপন করলে তিনি আকতারুজ্জামানকে ৯ মাসের কারাদন্ড ও ৫০,০০০ টাকা জরিমানা এবং আবু কালামকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উক্ত ঘটনার বিষয়ে ০৩ (তিন) জন ভেজাল ওষুধ ব্যবসায়ীকে ময়মনসিংহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: ময়মনসিংহে হেরোইনসহ আটক-১ ময়মনসিংহে গাঁজাসহ আটক-৫ ময়মনসিংহে ৩ কেজি গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে গাঁজাসহ গ্রেফতার-১ ময়মনসিংহে ৭০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গাঁজা ব্যবসায়ী আটক ময়মনসিংহে টিসিবি’র ৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার আটক-২ ময়মনসিংহে বিদেশী পিস্তল ও গুলি ভর্তি ম্যাগাজিনসহ গ্রেফতার-১ ময়মনসিংহে হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামী আটক ময়মনসিংহে ৬.৫ লিটার দেশীয় মদ, মাদক বিক্রির নগদ টাকাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে ৫৮৫ বোতল ফেন্সিডিল, ২৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ময়মনসিংহে ৪ বৎসরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী আটক ময়মনসিংহে টিসিবির ১৫০ বস্তা চিনি উদ্ধার অবৈধ মজুদদার গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: কারাদন্ডতিন ভেজাল ওষুধ ব্যবসায়ীরময়মনসিংহে