ময়মনসিংহে টিসিবির বিপুল পরিমাণ পণ্য উদ্ধার আটক-১

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২০
ময়মনসিংহে টিসিবির বিপুল পরিমাণ পণ্য উদ্ধার আটক-১

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া বাজার এলাকায় র‌্যাবের অভিযানে টিসিবির ৯৬ বস্তা চিনি, ৪২ বস্তা ডাল এবং ২১১৬২ লিটার সয়াবিন তৈল উদ্ধারসহ অবৈধ মজুদদার ১ জনকে আটক করেছেন র‌্যাব-১৪, ময়মনসিংহ।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারি পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, গত ২৯ জুলাই ২০২০খ্রিঃ রাত ২১.১৫ ঘটিকার র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া বাজার এলাকায় মেসার্স আজিজ অয়েল মিলস এ অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে মজুদকৃত টিসিবির ৯৬ বস্তা চিনি, ৪২ বস্তা ডাল, ২১১৬২ লিটার সয়াবিন তৈলএবং ০১টি মোবাইল সেটসহ অবৈধ মজুদদার মোঃ সাইদুল ইসলাম (৫০), পিতা-মৃত আঃআজিজ মন্ডল, সাং-ভালুকজান, থানা-ফুলুবাড়ীয়া, জেলা-ময়মসিংহকে গ্রেফতার করা হয়।

দৈনিক সময় সংবাদ
প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর এক জন ডিলার। ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ টিসিবির নিয়ম নীতি না মেনে নিত্য প্রয়োজনীয় টিসিবির পণ্য বেশী মুনাফা লাভের প্রত্যাশায় চিনি, ডাল ও সয়াবিন তৈল অবৈধ ভাবে মজুদ রেখে কালোবাজারি করে বিক্রয়ের উদ্দেশ্যে তার দোকানে ও গুদাম ঘরে মজুদ রেখে বাজারে চড়া মূল্যে বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের অধীনে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায় মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক সময় সংবাদ