র‌্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধার,আটক-১

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০
র‌্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধার,আটক-১

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ১ একজন চোরাকারবারিকে আটক করেছেন।ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারি পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, র‌্যাব-১৪, ব্যাটাঃ সদর, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ ব্রীজ মোড় এলাকায়চোরাই মোটরসাইকেল ব্যবহারকারী ব্যক্তি অবস্থান করছে।

উক্ত সংবাদটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার নিমিত্তে গত ১৬ সেপ্টেম্বর ২০২০ ইংতারিখ ২২.০৫ ঘটিকায় শম্ভুগঞ্জব্রীজ মোড় এলাকায় হতে আসামী মোঃ হাসান মিয়া (২২), পিতা- মৃত মাসুদ মিয়া, সাং- বিহারীক্যাম্প (ব্রীজ আবাসন), থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে আটক করেন।

ধৃতআসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে চুরি যাওয়া মোটর সাইকেলটি সে চুরি করেছে বলে স্বীকার করে। পরবর্তীতে তার প্রদত্ত তথ্যের ভিত্তিতে সূত্রে বর্ণিত অভিযোগের বাদীর চুরি যাওয়া মোটর সাইকেলটি ১৬/০৯/২০২০ খ্রিঃ তারিখ রাত অনুমান ২৩.৪৫ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা চর ঈশ্বরদিয়া কান্দাপাড়া সাকিনস্থ মোঃ মিন্টু মিয়ার বসত বাড়ীর ভাড়াটিয়া মোঃ জনি এর বসত ঘরের পাশের বাঁশ ঝাড়ের নীচ হতে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। মোটরসাইকেল চুরির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

উক্ত বিষয়েধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় আইনানুগব্যবস্থা গ্রহণপ্রক্রিয়াধীন।