ময়মনসিংহে গাঁজাসহ গ্রেফতার-১

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন টান হাসাদিয়া সাকিনে নতুন মসজিদের সামনে হতে ০১ জন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছেন র‌্যাব-১৪, ময়মনসিংহ।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার জোনাঈদ আফ্রাদ জানান, ০৮-০৩-২০২০ইং তারিখে ০৭.১৫ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোঃ শিবলী সাদিক, পিএসসি, র‌্যাব-১৪, সিপিএসসি এর নেতৃতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন টান হাসাদিয়া সাকিনে নতুন মসজিদের সামনে আক্কাছ আলী (৩৫), পিতা-আব্দুল মান্নান, সাং-টান হাসাদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

উপস্থিত সাক্ষীর সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে উক্ত আসামী ঘটনাস্থলে মাদক গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সিরতা বাজার এলাকায় যাওয়ার জন্য অবস্থান করতে ছিল এবং দীর্ঘ দিনযাবৎ ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসছে মর্মে জানা যায়। উক্ত ঘটনার বিষয়ে র‌্যাব বাদী হয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার মামলা রুজু প্রক্রিয়াধীন।