মাতারবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ১০

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে।শুক্রবার সকাল ১০টায় মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকায় স্থানীয় শাহ মজিদিয়া মাদ্রাসা সংলগ্ন মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ।

এতে ঘটনাস্থলে নিহত হয়েছে মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ মিয়াজী পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ এহছান (১২)। তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষনিকভাবে জানাতে না পারলেও আহতরা অধিকাংশই শিশু বলে নিশ্চিত করেছেন স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।

মোহাম্মদ উল্লাহ বলেন, শুক্রবার মাতারবাড়ী শাহ মজিদিয়া মাদ্রাসার বার্ষিক ধর্মীয় সভার নির্ধারিত দিন ছিল। এ উপলক্ষ্যে সকাল থেকে মাদ্রাসাটি সংলগ্ন এলাকাসহ স্থানীয় মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে নানা ধরণের পসরা নিয়ে দোকানপাট বসে।

শুক্রবার সকাল ১১ টার দিকে মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে শিশুদের খেলনার বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১১ আহত হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই শিশু।”

স্থানীয় এ ইউপি চেয়ারম্যান বলেন, “ ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাতারবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের আনার আগে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানায়।”

আহত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান মোহাম্মদ উল্লাহ।