ব্রাহ্মণবাড়িয়ায় নকল সরবরাহের সংবাদ প্রকাশ করায় মামলা, প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জেএসসি পরীক্ষায় রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহের সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে ও প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সর্বস্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রশিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধরাণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, সাবেক সভাপতি মোঃ আরজু, সাংবাদিক আব্দুন নূর, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েমনের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি প্রমূখ।

এ সময় বক্তরা অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার ইন্ধনে আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক হান্নান খাদেম ও সাংবাদিক মহিউদ্দিন মিশুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন একজন শিক্ষক। সংবাদ প্রকাশের ২৫দিন পর মামলাটি করিয়েছেন। তিনি বিষয়টি সমাধান করে দেবেন বলে সভা ডেকেও তা সমাধান করেননি।

বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীর পাশাপাশি আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার অপসারণ দাবী করেন। অন্যথায় কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেয়া হয়।