হাতিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত সর্দার নিহত হয়েছে। এ সময় ৬টি আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করা হয়। বৃহস্পতিবার ভোরে উপজেলার বুডিচর ইউনিয়নের সূর্যমূখী এ ঘটনা ঘটে। নিহত বাহার হাতিয়ার বুডিরচর ইউনিয়নের কালিচর গ্রামের বাসিন্দা। আটককৃতরা হলো, রাজবাডির কালিয়াকান্দি উপজেলার মাতলাখালী গ্রামের শান্ত শেখ (২০) , হাতিয়ার নিঝুম দ্বীপের ইউছুফ (৪৫), হাতিয়ার বয়ারচরের শান্তিপুর গ্রামের আলা উদ্দিন (৪০) ও হাতিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের মুরাদ (৩০)। র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে দীর্ঘদিন থেকে ডাকাতের একটি গ্রুপ নদীতে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাদেরকে নেতৃত্ব দিচ্ছে ডাকাত সর্দার বাহার। বুধবার রাতে ডাকাত সদস্যরা হাতিয়ার সূর্যমূখী ঘাটে একটি ট্রলারে নদীতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রলারটি আটক করার চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। তিনি আরও জানান, ‘পরে আহত অবস্থায় একজন ও ট্রলারের মধ্যে থাকা ৪ জনকে আটক করে র্যাব। আহত ডাকাত সদস্যকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ট্রলার থেকে র্যাব ৬টি একনালা বন্ধুক ৬টি কার্টুজ উদ্ধার করে। আটক ডাকাত সদস্যরা জানান, নিহত ডাকাত তাদের লিডার বাহার। এদিকে, সকালে আনুষ্ঠানিক ভাবে আটক ডাকাত সদস্যদেরকে অস্ত্রসহ হাতিয়া থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে র্যাব বাদি হয়ে ৪ ডাকাতকে আসামি করে হাতিয়া থানায় অস্ত্র আইনে মামলা করেছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান নিহত, ডাকাত সর্দার বাহারের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেলা সদরে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। Share this:FacebookX Related posts: নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত রোহিঙ্গা ক্যাম্পে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত সর্দার’ নিহত পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হাতিয়ায় গৃহবধূ নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৫ কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত মাগুরায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত সর্দার নিহত নবীনগরে পা কেটে উল্লাস আসামি ৮শ, গ্রেফতার ৪২ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক বিজয়নগরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত SHARES Matched Content অপরাধ বিষয়: ‘ডাকাত সর্দার’ নিহতবন্দুকযুদ্ধেহাতিয়ায়